কলমে: গোলাম সরোয়ার খান
হারিয়ে যায়নি নিখোঁজ সে
সকাল বিকেল খুঁজি,
স্মৃতির পাতা উলটে পালটে
নয়ন দুটি বুঁজি!
বন্ধুর গায়ে বড্ড কাঁটা
কেমন করে ধরি
সান্তনাদের সূঁই সুতোতে
স্বপ্ন সেলাই করি।
বন্ধুর শহরে মুখোশের ভিড়
কোথায় খুঁজবো তাকে
মিথ্যার মিছিলে জড়িয়ে সে
সত্যকে ভুলে থাকে।
রদ বদলের গল্প কথায়
ছাড়বে না তুমি ঘর,
শতেক নাহোক একটা গল্পে
থাকবে জীবন ভর।
সময়ের খেলা কেউ বোঝেনা
ধনীও গরিব হয়,
প্রকৃত মানুষ ধনী গরীবের
ভেদাভেদ ভুলে রয়।