“সুজন কুমার রায়”
কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট।
আপন চিত্তে বেঁধেছ তুমি- তোমার ভালোবাসার কাছে আমায় করেছ অসহায়,
বিচ্ছেদ বেদনা কেন তবে আজ কেনই বা ব্যথিত হচ্ছে এ হৃদয়।
তুমি তো আমার’ই ছিলে আমি তো ছিলাম তোমার হৃদয় জুড়ে,
মান-অভিমান কেন তবে আজ এ বিচ্ছেদ বেদনা কিসের তরে।
আমার কোন অপরাধে ভুলেছ আমায় রয়েছ এখন দূর বহুদূরে,
আঁধারের মাঝেও আমার শূন্য হৃদয় সহসাই তোমায় খুঁজে ফিরে।
আপন চিত্তে বেঁধেছ তুমি- হৃদয়ে জাগিয়ে তুলেছ ভালোবাসার অভিপ্রায়,
কেন তবে আজ কষ্টের ভারে হৃদয় ক্লান্ত হয়েছে বিচ্ছেদ বেদনায়।
ব্যর্থতার চির চিহ্নাঙ্কিত হয়েছে আজ বিবর্ণ মৃত্যু আঁখিপাতে,
নিস্পন্দিত যুগ্ম আঁখি ভ্রুতলে নীরবে ভিচ্ছে অশ্রু স্রোতে।
আমার কোন অপরাধে তুমি আমায় একলা ছেড়ে দূরে চলে গেলে,
আপন চিত্তে বেঁধেছ আমায়… সেই তুমি আজ কেন এত অচেনা হলে।