সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

কবিতাঃ তারাই দেশের প্রাণ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
===================

সাত সকালে,
ঝাঁপি মাথায়;
কৃষাণ যায় মাঠে।

সকাল থেকে সন্ধ্যা,
মাথার ঘাম পায়ে ফেলে;
ফসল ফলায় তারা।

বাবুরা পায়ের উপর পা রেখে,
পা ঝুলাতে থাকে;
তাদের মূল্যায়ন নাহি করে।

তারাই মোদের অন্ন যোগায়,
তারাই মোদের প্রাণ;
মোদের প্রাণে বাঁচায়।

জয়োগান করি তাদের,
প্রাণে বাঁচায় শ্রম দিয়ে;
তারাই মোদের অন্ন দাতা।

সন্ধ্যায় ফিরে ঘরে তারা,
স্বপ্ন দেখে ফসল ফলার;
কাজের মাঝে আনন্দ পায় তারা।

দুঃখ-কষ্ট থাকে না,
যখন ফসল আসে ঘরে;
মাতিয়ে উঠে বিভিন্ন উৎসবে।

শ্রদ্ধা আমার দেশের চাষাকে,
তারাই মোদের গর্ব;
তারাই দেশের প্রাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102