কলমে: এম এ লতিফ
=============
মা তুমি হৃদয়ের স্বন্দন রক্তের বন্ধন
আমার দেহের শিরা উপশিরা রক্ত কনিকা,
আল্লাহর নিয়ামত তোমার গর্ভে ধারণ করে,
দেখালে আমায় নতুন আলোর পৃথিবী,
যে আলোয় দেখলায় প্রথম তোমার মুখের হাসি,
কি যে আনন্দ মায়া ভরা স্বর্গ সুখ
তোমার কোলে পেয়েছি বলে, তাইতো তোমায়,
এতো বেশি ভালোবাসি!
মা তুমি স্বর্গ দুয়ারে নিখিল ধরায়
দিলে গো আমায় স্বর্গ সুখ,
দিলে আমায় নতুন দিগন্ত ছুঁয়ে যাওয়া আলো ভরা পৃথিবী,
শুকরিয়া জানাই মহান আল্লাহর
শিশুকালে ছিলে মোর খেলার সাথী,
বুঝতে দাওনি আমায় আমার কষ্টগুলো
মায়াবী বন্ধনে রেখেছো যতনে,
হেসেছো আমার দিকে তাকিয়ে স্বর্গ সুখের হাসি,
কি করে ভুলি মাগো তোমায় আমি
আমার জীবন দিয়ে তোমায় আমি ভালোবাসি!
মা তুমি হৃদয়ের স্পন্দন রক্তের বন্ধন
জীবন আলেখ্যে প্রস্ফুটিত পূর্ণীমাতে চাঁদের হাসি,
মোর স্বর্গ দুয়ার পেয়েছি মা তোমার কোলে
আমার জীবনের চেয়েও তোমায় বেশী ভালোবাসি