শুধু জানি তুমি আমার
————————
যে চোখে দেখি নিত্য তোমায়,
সে চোখ তোমায় ভালোবাসায়।
যে হাতে হাতছানি দেই তোমায়,
সে হাত দিয়ে হৃদয়ের গতরে।
রাখিবো চিরকাল স্বযত্নে তোমায়,
যে বুকে আশায় বাঁধি ছোট্ট ঘর।
সে বুকে মাথা রেখে যাবো নিদ্রা,
যে চোখে তোমাকে নিয়ে দেখি।
আমি হাজারো বাঁচার স্বপ্ন তাই তো,
সে চোখে তোমাকে ভালোবাসি।
যে চোখে আমি শুধু আমারে দেখি,
সে চোখে শুধু আমি তোমারে দেখি।
যে চোখে আমি জানি তুমি আমার,
সে চোখে শুধু জানি আমি তোমার।
————————–
উপায় খুঁজে না পায়
————————–
বাড়ছে মানুষ বাড়ছে ফ্যাসাত,
বাড়ছে দিনে রাতে।
অকাম কুকাম জড়িয়ে মানুষ,
হচ্ছে নিত্য কুপোকাত.
ভালো কাজে এসে মানুষ,
মন্দ কাজে জড়ায়।
মন্দ কাজে জড়িয়ে মানুষ,
সহায় সম্বল হারায়।
জ্ঞান বিবেক বুদ্ধিমত্তা,
সব হারিয়ে যায়।
ভালো কাজে চায় যেতে,
মানুষ উপায় খুঁজে না পায়।
——————————
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।