কলমেঃ সাহেলা সার্মিন
“”””””””””””””””””””””
শৈশব তুমি হারিয়ে গেছ
বর্তমানের ভিড়ে,
আজ তোমায় চাইছি আবার
একটু পেতে ফিরে।
শৈশব তুমি কতো মধুর ছিলে
বাস্তবতার একশেষ,
হারিয়ে গেছ কোথায় তুমি
তবুও রয়ে গেছে রেশ।
শৈশব তোমায় আজও দেখি
কতো শত স্বপ্নের ভিড়ে,
ইচ্ছে স্বাধীন হাজার স্মৃতি
বারবার মনে পড়ে।
জানি তোমায় আর পাবো না
শত মাথা কুটেও যদি মরি
আজ এ ছন্দ মেলায়
আবার তোমায় স্মরি।