কলমে: এম এ লতিফ
মোর হৃদয় রাঙানো মন ভুলানো
গোলাপ জবা রক্ত করোবী,
বলনা প্রিয় আয়না কাছে
এঁকেছি আমি মনে মনে তোরই ছবি,
দেখনা চেয়ে ফুটেছে মনে প্রেমের কলি,
অাজ মন চেয়েছে স্পর্শ সুখে হারাবো মন
দেখবি তুই ভাঙা মনের প্রেমের ছবি!
ভোরের আকাশে প্রতিদিন রাঙানো ভোরে,
দুচোখে দেখি শ্যামল মাটির গন্ধে ভরা
রক্ত রাঙানো কতো সুন্দর ভোরের ছবি,
আহা কি যে লাগে মধুময়
গানের সূরে ভেসে ওঠে
নতুন রাঙানো নতুন পৃথিবী,
আনমনা মন মানে না বারণ
আমি মনে মনে এঁকে যাই তোরই ছবি!
মনের বাসনা সাজাই আমি মনে মনে
নানা ফুলে ফুলদানি,
দৃষ্টি যেন নীলিমায় হারায়
মনটা কভু বাঁধা নাহি যায়,
আঁকি কতো স্বপ্নে ঘেরা তোরই ছবি,
আয়না প্রিয় কাছে মোর দুহাত বাড়িয়ে
বলনা আমায় বুকে জড়িয়ে,
নিবি তুই গোলাপ জবা রক্ত করোবী,
আমি শান্তি সুখে তোরই বুকে ঘুমিয়ে যাবো,
দেখবো আমি নানা রঙে রাঙানো
প্রেমের নতুন দিগন্ত ছুঁয়ে যাওয়া পৃথিবী!