মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অনুষ্ঠিত আল বায়্যিনাহ ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটি।
অনুষ্ঠানে বক্তারা জানান, চলতি মাসের ৯ তারিখ মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি বিবেচনায় উত্তীর্ণ হন। উত্তীর্ণদের নিয়ে শিগগিরই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, মাওলানা মুছা তুরাইন, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক রিদওয়ানুর রহমান রাইহান, সদস্য সচিব আজাদ শেখ, শিক্ষা সচিব জোবাইদ হাসান, পরিক্ষা নিয়ন্ত্রক কায়ছার হামিদ ও সহ-পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আহাদ প্রমুখ।