“””””””””””””///////////
কলমে: সাহেলা সার্মিন
পাঁচই আগস্ট স্বাধীন হলো
স্বাধীনতা পাইনা খুঁজে,
চারিদিকে অগ্নিদাহ ভাংচুর
কাঁদে কেউ মুখ বুজে!
স্বাধীনতার স্বাদ পাইনি এতোদিন
আশা করি আজ পাবো,
আঠারো কোটি বাঙালি মোরা
সবাই স্বাধীন হবো!
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
সব ঘরেই জ্বলবে সুখের বাতি,
দলমত নির্বিশেষে গড়বো দেশটাকে
অমাবস্যা কিংবা পূর্নিমা রাতি!
হাতে হাত ধরে চলবো সবাই
দেশের প্রতিটি সেক্টরে,
দুর্নীতি নির্মূল করে স্বচ্ছ হবে
উন্নয়নে ভরবে হেক্টরে হেক্টরে।
অর্থ পাচার আর কালো বাজারি
এবার হবে বন্ধ,
যার যা প্রাপ্য সে তাই পাবে
যদিও হোক সে অন্ধ।
থাকবে সবার বাক স্বাধীনতা
এখন থেকেই শুরু হোক,
আমরা পেলে কলমের স্বাধীনতা
থাকবে না কোনো শোক!