লেখিকা: ফাতেমা আক্তার
কিছু কিছু যন্ত্রণা মানুষকে বাঁচতে শেখায়,
অদম্য ইচ্ছা যন্ত্রণা কে পুঁজি করে এগিয়ে যেতে হয়।
স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয়,
স্বপ্নের আশে পাশে কখনো ব্যর্থতার ছোঁয়া আসতে দেয়া যাবে না।
এতোটাই এগিয়ে যেতে হবে যা দেখে অতীত ও ভয় পায়,
ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র।
যেখানেই ব্যর্থ হবেন সেখান থেকেই নতুন করে শুরু করুন,
হার শিকার করা চলবে না জীবনের কাছে।
আমি হেরে গেছি আমাকে দিয়ে হবে না,
এই মনোভাব বাদ দিন!
এটাই ভাবুন আমি পারবো আমি জিতবো আমাকে দিয়ে সম্ভব।
লক্ষ ঠিক করুন, চেষ্টা করুন, যেটা হবার সেটা হবেই ,মেনে নিন।
কোন ব্যর্থতায় নিজেকে হতাশ হতে দিবেন না, কে ঠকিয়েছে, কে কষ্ট দিয়েছে, কে আঘাত করেছে সব ভুলে যান, যত দিন মনে রাখবেন ততদিন কষ্ট পাবেন, ক্ষমা করতে শিখুন, দেখবেন জীবনে চলার পথে পথ সহজ হয়ে যাবে।
ভাবুন আপনার আর কতটুকু পরিশ্রমের পর আপনি সফল হবেন, কি উপায় আছে খুঁজে বের করুন।
পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না,
অসৎ পথ বর্জন করুন।