কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি ছেড়ে যাবে মোরে
যবে ভোর হবে,
উড়ন্ত অতিথি পাখী
নীড়ের খবর রেখেছে কবে!
তুমি তো ক্ষণিকের অতিথি
এক নিশির সারথী,
সুখ ভোগ্য যামিনীর সহচারী
কেবা বার-বার ফিরে করে তার আরতি?
আমিতো পুংশ্চলী অনেকের ভিড়ে তুমি একজন
হারিয়ে যাব তোমার মনের আঙিনা থেকে,
মদ্যাপ মাতালের থাকে কি রাতের জন মনে
আমার তো শতজনের দেখা মিলবে
রোজ নিশি বাকে!
আমি নারী পাপে ডুবে মরি
যে নর নামলো এ পথে,
নাই বিধাতার শাস্তি তার
সে তো রোজ চড়ে সুখ রথে!