কলমে: ফাতেমা আক্তার
==============
পাখিরে পিঞ্জিরায় রাখিয়া,
ভালোবেসে বান্দিয়া আগলাইয়া রাখিয়া,
যতন ও করিয়া সুখে দুঃখে পাশে থাকিতাম।
তবুও পাখির মনের মত হতে পারলাম না,
কতদিন মাস বছর পার করিলাম পাখির সাথে, পাখি আমার মনের ব্যথা বুঝলো না।
পাখির নেওয়া বাকি আছে আমার দুটো আখি।
মনো প্রাণ সব নিলো পাখি আমারে নিলোনা,
ছাইরা গেল আমায় তবু ভালোবাসলো না।
কথা দিয়েছিল আমায় কখনো ছেড়ে যাবে না। সেই যে গেলো,
আর কখনো ফিরে আইলো না।
এখন পাখি মুক্ত আকাশে উড়ে,
এই ডাল ছেড়ে ওই ডালে যায় আমায় চিনেনা।
সব বুঝি পাখিরে তুই আসবি না ফিরিয়া,
শুধু করিস তুই ছলনা ভালোবাসার কথা বলেও কেন ভালোবাসলি না।