কলমে: নিয়াজ আহম্মদ
==============
আমি বাঙালি, আমি বীর
আমি অন্যায়ের সাথে করি না আপোষ
নত করিনা শির
আমি বাঙালি, আমি বীর।
আমি অপরাধীর টুটি চাপিয়া ধরিতে
করিনা কখনো দ্বিধা
আমি সত্যের পথেই অটল থাকি
আসুক যতই বাধা।
আমি আমৃত্যু ঋণী হয়ে
আছি এই ধরণীর
আমি বাঙালি, আমি বীর।
অধিকার বঞ্চিত আছেন যারা
আমি তাদের কাছে দেনা
ক্ষমতার জন্য লালায়িত যারা
আমি তাদের করি ঘৃণা
পশুর আচরণ মানুষে করিলে
আমি হয়ে উঠি অস্থির
আমি বীর
আমি বাঙালি, আমি বীর।