সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

কবিতা: জীবনপাখী

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬ Time View

কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।
==================

জীবন পাখী উড়ে যাবে,
ভাবিনি কোন দিন:
পাখী নামের পাখী গেল উড়ে।

তাকে বাসতাম ভাল,
থাকবে বুকের মাঝে:
চলে যাবে ভাবিনি কোন মতে।

সবাই তাকে বাসে ভাল,
প্রাণের চেয়ে ও বেশী:
উড়ে যাবে বুঝতে পারিনি।

পাখী চলে গেলে,
নিথর দেহ থাকবে পড়ি:
কাঁদবে জনে জনে।

মায়ার জগতে,
কান্নাকাটি সার:
পাখী কি আর আসে ফিরি?

এ ভব সংসারে,
যাওয়া আসা সার:
ছুটি হয়ে গেলে সব শেষ।

মৃত্যু দেবতা হাতছানি দিয়ে,
নিয়ে যাবে তারে টানি:
পাখীটি চলে যাবে শেষে।

হাহুতাশের জীবনটা,
এমনি কাটে সবার:
শেষে একদিন যেতে হবে ছাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102