শীত আসলো দেশে
ঘন কুয়াশা ভেদ করে
সূর্য উঠলো শেষে,
অপেক্ষা শেষ হলো
শীত আসলো দেশে।
এবার হবে ভীষণ মজা
শীত এসেছে তাই,
আনন্দে নাচি সব
খুশির গান গাই।
নলেন গুড় আর বাহারি পিঠে
থাকবে পাতে ভাই,
পৌষ পার্বণে সবাই মিলে
খুশির গান গাই।
সারা মাঠে সোনালী চাদরে
মোরা আমণ ধান,
শালিক পাখি গাছের ডালে
ধরেছে শীতের গান।
বন্ধুক্ত
বন্ধু মানে হাতে হাত
বন্ধু মানেই সব,
বন্ধু মানে সবকিছুতেই
আমার অনুভব।
বন্ধু মানে একটু সাহস
নেই তো কোন ভয়,
বন্ধু মানে দলবেঁধে
করবে সবাই জয়।
বন্ধু মানে ছোট বুকে
অনেক অনেক আশা,
বন্ধু মানে সবার তরে
ভালোবাসার নেশা।
বন্ধু মানে রাত পোহালে
সবার আগে দেখা,
বন্ধু মানে চোখে চোখে
তাদের ছবিই আকা।