মহীয়সী নারী
——————-
মহীয়সী নারী-
তুমিই তো আমার সম্মানিতা মা।
তব পদতলে আমার জান্নাহ।
মহীয়সী নারী-
তুমি কারো কাছে প্রিয়তমা,
তোমাতেই খোঁজে ফিরে সে সুখ-সুষমা।
মহীয়সী নারী-
তুমিই তো প্রথম করেছিলে গ্রহণ
আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম।
মহীয়সী নারী-
তুমিই তো প্রথম ইসলামের জন্য
সঁপে দিয়েছিলে তোমার প্রাণ।
মহীয়সী নারী-
তুমিই তো সদা সাহসিনী মা,
ঈমানের বলে বলিয়ান।
মহীয়সী নারী-
তোমার আঁচলের গন্ধ মেখে,
লিখি আমি বাঁচতে শেখার গান।
মহীয়সী নারী-
তুমি জগতের আদর্শ সংগ্রামী
স্নেহ আদর ভালোবাসায় সুমহান।
——————
জ্ঞানপাপী
——————
জ্ঞান দন্ড মুর্খের হস্তে
চারিদিকে নয় ছয়,
অযোগ্যতায় ছলচাতুরী
উদ্ভট অভিনয়।
অর্থ নাড়ে ফাগুন কাঠি
জ্ঞানীর চোখে জল,
ব্যাথার ঝড়ে লন্ডভন্ড
সমাজ হ য ব র ল।
দুর্বিষহ বিষাদ অতীতে
হারিয়ে যাবার ভয়,
জ্ঞানীপাপীর আস্ফালনে
সভ্যতারই ক্ষয়।
তৈল জ্ঞানে স্বার্থ সন্ধান
মিথ্যা জারিজুরি,
জ্ঞানপাপী সাধুর সম্মানে
চোরের বাহাদুরি।
দুঃশীল দাপট সুশীল নামে
সুশীল রসাতলে,
জনতার হক লোপাট করে
ছলাকলা কৌশলে।
জ্ঞানের চাদর ধুলায় লুঠায়
অজ্ঞতায় নাভিশ্বাস,
জ্ঞানপাপীর মিথ্যা চাদরে
গোলকধাঁধার ফাঁস।
জ্ঞানপাপী জ্ঞান প্রতিবন্ধী
জ্ঞানান্ধতা চক্ষুষ্মান,
বিবেক বিনিময় স্বার্থসিদ্ধি
অজ্ঞতায় ঘুর্ণায়মান।