এস,এম,জাহিদুল ইসলাম
বাড়ি বাড়ি ঘুরে বেড়াই
আমি ফকির ভাই,
কেউ কেউ করে দান
কেউবা বলে নাই।
কেউ থাকে বাড়িতে
অনেক কাজ কামে,
কেউ টাকা করে দান
লোক দেখানোর নামে।
কিছু কিছু বাড়িতে
দেওয়া থাকে তালা,
গ্রামে গ্রামে ঘুরে দেখি
মানুষের মন হয় কালা।
কিছু মানুষ কষ্ট করে
থাকে তারা ঢাকা,
জীবনে বাঁচতে হলে
লাগে অনেক টাকা।
আমি ফকির মানুষ
চেয়ে চেয়ে খাই,
খিদের জ্বালায় যদি
দু’মুঠো ভাত পাই।