কলমেঃ মোহাম্মদ মনজুর আলম অনিক
আজকে আবার জুমার দিন
রেডি হও তাড়াতাড়ি
করো না ভাই সময় নষ্ট
করে অযথাই ঘোরাঘুরি।
সুন্দর করে আগেভাগে
গোসল করলে তুমি,
গোসলের তরে সোওয়াব পাবে
দেবে হৃদয যামী।
সুরমা লাগাও চোখের পাতায়
আতর ছিটাও গায়ে,
আল্লাহর নাম মুখে নিয়ে
মসজিদে যাও পায়ে।
একটা একটা নেকি পাবে
একটা কদম ফেলে,
সুতরাং ভাই করো না দেরি
মসজিদে যাও চলে।
শুক্রবারের মতো রে ভাই
দিন নেইকো আর,
এত বেশি নেকি নেবার
যুক্তি কি হারাবার?
এক কদমে এক বছরের
সিয়াম কেয়াম করে,
যত নেকি ততোই পাবে
তাড়াহুড়ো করে।
হযের পরেই এতো বেশি
নেই কো নেকি আর,
যত নেকি সবটাই
এই শুক্রবার।
অবহেলায় দেরি করে
হারাইওনা নেকি,
নিজেই নিজের সওয়াব টাকে
দিও না ভাই ফাঁকি।
খোদার নবীর হাদিস ঘেঁটে
দেখো বারংবার,
আল্লাহ স্বয়ং দয়া করে
দিয়েছে শুক্রবার।
সুস্থ থাকা অবস্থাতে
বাদ দিওনা জুমা,
তিনটি জুমা বাদ গেলেই
পাবেনা কো ক্ষমা।
পরপর তিনটি জুমা
বাদ দিলে পরে,
মুসলিম হতে নাম চলে যায়
কাফেরের ঘরে।
কলবেতে মোহর মারে
তালা দেওয়ার মতো,
আর খুলে না সেই তালা
চেষ্টা করেও শতো।
শুক্রবারে সৃষ্টি দিন
শুক্রবারে ইতি,
বুকের ভিতর রাখো রে ভাই
আল্লাহতালার ভীতি।