কলমেঃ সাহেলা সার্মিন
বাবা আমার বিশ্ব সেরা
নাই তুলনা তার,
বাবা বিনা এই দুনিয়া
একেবারে আন্ধার!
বাবার কাছে আল্লাহ দিছে
এমন একটা বীজ,
সেখান থেকেই মানব জন্মে
মায়ের গর্ভে তঞ্চন চিজ।
বাবা হলো মাথার ছাতা
রোদ বৃষ্টি ঝড়ে,
বাবা হলো মুসকিল আসান
কঠিন বিপদের তরে।
বাবা মানে খেলার সাথী
সব থেকে ভালো বন্ধু,
বাবার থেকে পাওয়া যায়
অনেক জ্ঞানের সিন্ধু।
বাবা মানেই ফুরফুরে আমেজ
চিন্তা নেই কোনো,
যখন যেথায় যতো প্রয়োজন
নিমেষেই পূরণ যেনো।
বাবা মানেই প্রতিবন্ধকতাহীন
সহজ সমাধান,
বাবা মানেই এগিয়ে যাওয়ার
সরল সমীকরণ।
বাবা মানেই আশির্বাদের হাত
প্রসারিত সব সময়,
শত কষ্টে থাকলেও
ব্রত থাকে মঙ্গল কামনায়।