কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
==================
পূর্ব দিকে সূর্য উঠে আর,
পশ্চিমে যায় ডুবে বেশ।
লাল সবুজের নিশান,
হাতে আমার প্রিয় বাংলাদেশ।
পাল তুলে নৌকা ছাড়ে,
নদীর বুকে মাঝি।
পাখপাখালি প্রজাপতিরা
আসছে নানান সাজি।
নীল আকাশে সাদা মেঘ,
ভেসে বেড়ায় কতো।
ভ্রমরেরা গুণ গুণ করে,
গায় যেন গান অতো।
রাতে বেলায় দুর আকাশে,
দেখি চাঁদের বুড়ী।
তাই না দেখে মা, দাদিরা,
গল্প দেয় জুড়ি।
ভোর বিহানে পাখির ডাকে,
ঘুম ভেঙে যায় মোর।
মা বকে যে, বেলা হলো,
পড়া কি হয়েছে তোর?
গাছের ডালে বসে কোকিল,
কুহু কুহু ডাকে।
ছোট ছোট ছেলে মেয়েরা,
তাকিয়ে থাকে।
অনেক দেশে গিয়েছি আমি,
দেখেছি কতো দেশ।
সকল দেশের সেরা সে যে,
আমার প্রিয় বাংলাদেশ।