বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

লালমনিরহাটে রেলওয়ের জমি দখল নিতে ভূমিহীনদের বঞ্চিত করে উচ্ছেদের প্রতিবাদে- বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮ Time View

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে রেলওয়ের জমি দখল নিতে ভূমিহীনদের বঞ্চিত করে উচ্ছেদে আওয়ামী লীগ নেতার পায়তারার প্রতিবাদে- বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লালমনিরহাটের কালীগঞ্জ বস্তিবাসীর আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় লালমনিরহাটের কালীগঞ্জ বস্তিবাসীগণ উপস্থিত ছিলেন।

পরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বরাবরে তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকারবাসীন্দাবৃন্দ স্বাক্ষরিত অসহায়-ভূমিহীন মানুষের বাড়ি ও দোকান উচ্ছেদ স্থগিত প্রসঙ্গে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখ্য করেন, আমরা নিম্ন স্বাক্ষরকারীসহ আরও অনেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকার অত্যন্ত দরিদ্র মানুষ। ভূমিহীন হওয়ায় আমাদের অনেকে নিরুপায় হয়ে স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। অনেকেই আবার সেই জমিতে অস্থায়ীভাবে ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছি। এই অবস্থায় সম্প্রতি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ আগামী ১৮ নভেম্বর ২০২৪ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে মর্মে ঘোষণা করেছে। এর ফলে পরিবার-পরিজন নিয়ে আমাদের ভবিষ্যৎ আশ্রয়সহ রুটি-রুজি নিয়ে চরম দুঃশ্চিন্তায় পড়েছি। উচ্ছেদ করা হলে আমাদের খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে। এর পাশাপাশি কর্মহীন হয়ে পড়বে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা ইতোপূর্বে আমাদের দখলকৃত জমি লিজের জন্য বারবার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও লিজ পেতে ব্যর্থ হয়েছি। অথচ এলাকার কতিপয় স্বচ্ছল ব্যক্তি রেলওয়ের পুকুর কিংবা নামমাত্র জমি লিজ নিয়ে আশাপাশের অনেক জমি দখলে রেখেছে এবং তারা আমাদের মতো গরীব মানুষদের উচ্ছেদে মদদ দিয়ে আরও সরকারি জমি দখল করার পায়তারা করছে বলে আমরা মনে করি। অতএব, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, উচ্ছেদ অভিযানে প্রভাবশালী বা বিত্তশালীদের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করা হলেও অসহায় মানুষদের এর বাইরে রাখা হোক এবং ভবিষ্যতে আমাদের নামে লিজ প্রদান করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102