কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
ভালোবাসবে বলে কথা দিলে যা
কাছে পেলে করবে কি তা?
নাকি পেলে কাছে,
ফেলবে পিছে,
সামনে আসল জন অপেক্ষায় আছে?
তবে কেন মিথ্যা প্রতিশ্রুতি
নারী ছলনাময়ী আছে জনশ্রুতি,
তবুও পুরুষ বড় লোভী
নারীর আহ্বানে দিতে পারে সবই!
কামজ পুরুষ জ্বলে নারী দর্শনে
যেমন চৈত্রে ফাটা জমি ভেজে বর্ষনে!
আমি তো সেই একই জাতি
নারীর প্রতি আকর্ষণে আমিও অন্য পুরুষ, একে অন্যের জ্ঞাতী!
পুরুষ নামক জাত, বিশ্বাস যদি করো,
ঠকবে জীবনে অপূরণীয় ভাবে আবারও!
আমি মিথ্যা বলি না কভু
হাতছাড়া হও জেনে ও সত্যি বললাম তবু!
আমি ও একই পুরুষ জাত
যে তোমায় দেয় তালাক, পিটিয়ে ভাঙে হাত!
যে তোমায় ফেলে যায় রাতের অন্ধকারে,
মেয়ে সন্তান জন্ম দেয়ায় অপবাদের ভারে!
আমি ও একই জাত যে তোমার কবিতা লেখার খাতা ফেলে ছিড়ে,
নারী নাকি নষ্ট হয় কাব্য কবিতা সাহিত্যের ভীড়ে!
বিশ্বাস কোর না নারী, আমায় আলাদা গোত্রের ভেবে
দিও না গলায় মালা পবিত্র ভালবাসায় সেবে!
আমিও চাই তোমার শিক্ষাদীক্ষা হোক বন্ধ
নারী তুমি, কি দরকার চোখ ফুটিয়ে, থাকো হয়ে অন্ধ!
ঢাকবো তোমায় দশ গজ কালো কাপড় দিয়া
ওসব ভাবি না আমরা পুরুষ, কোন পুরুষকে দিছো হিয়া!
পুরুষ চায় নারীর নরম গতর, মন চেয়ে কি লাভ
দিনে নারী ঠেলবে হেঁশেল, রাতে সে কোলবালিশ, তাতেই ঘুচবে নারীর পাপ!
বেহেশতে স্বর্গ সেতো পুরুষের পায়ের নিচে
এতদিন যা শুনে আসছো মোল্লা পুরোহিত বানী, নয় তা মিছে!
কিছু নারী সেচ্ছায় হয় বন্দী, পুরুষ কর্তা, পরমেশ্বর, অতি পতিপরায়ণা , নেয় পায়ের ধূলো
বাইরের থেকে এলে আচঁলে মুছায় ঘাম, বরে ধানদুর্বায় এনে কূলো!
ওপারে ও ভগবান, রেখেছেন আয়োজন, শত হুর পরী
দুনিয়ায় তো দেশে বিদেশে বিবির চক্ষুর অন্তরালে, শত ভোগ করি!
নারী কি পাবে ‘পরোপারে’, কি রেখেছেন বিধান, সেই ভগবান?
নারী চাইলে পাবে তার দুনিয়ার সেই স্বামী, ভেবো না অপমান!
ওখানে ও পুরুষের শক্তি শাসনের রাখা হয়েছে বিধান
দুনিয়ার বহু গামী অত্যাচারী স্বামীকে কেমনে ছেড়ে যান?
আমরা নারীর ব্যাপারে সবাই তালেবান
পদতলে রাখতে থাকি সদা পেরেশান,
পুরুষ পাপ মোচনে একা যায় হজ্বে, গয়া কাশি, বৃন্দাবন
নারীর ‘স্বর্গ-নরক’ বন্টনে পুরুষ! কি দরকার নারীর খুঁজে ভগবান?