শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

কবিতাঃ শীত আসে আসে

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।

মেঘ মেঘ ভাব আকাশেতে,
মৃদু বাতাস বহে।
সূর্য নাহি দেখা পাই,
মেঘ ঢেকে রাখে;
সূর্য আছে চুপটি মেরে।
আকাশ যেন মেঘাচ্ছন্ন,
শীত যেন আসে আসে;
তাপমাত্রা নাই দেহে।
শীতল ঠান্ডায়,
মনে হয় জমাট
বেঁধে যাব।
কেউ নাই কাছে,
একা আছি বসি
হয়তো বাঁচিব না মোটে।
সংসারের কেহ,
ভালবাসে না মোটে;
মৃত্যু এর চেয়ে ভাল।
এ শীতে শীত বস্ত্র নাই,
বাঁচার আশা নাই আর।
শুরু হয়েছে উত্তরের বাতাস
শীত ও যেন আসে আসে,
কি হবে আমার গতি
ভাবি দিবানিশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102