মিরসরাই সংবাদদাতা:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের অর্ন্তগত নুরুল গণি ইসলামী একাডেমীর তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে খতমে কুরআন দোয়া ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়১৮/১১/২০২৪ইং, সোমবার, সকাল ৯টায়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ব্যবস্হাপনা পরিচালক এম আবদুল্লা ভূঁইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, ফেরদাউস আলম বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর পক্ষ থেকে ২০২১ সালে এই নুরুল গনি ইসলামী একাডেমীর সকল ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী, মার্স্ক, পেঁয়ারা গাছ সহ বিতরণ করেছি ইনশাআল্লাহ। এভারে ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা -২০২৪ইং এ নুরুল গণি ইসলামী একাডেমী থেকে এভারে অংশ গ্রহণ করেছে ৫জন ছাত্র ছাত্রী, আশা করি তাহাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।
এবং এবারে যে তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদেন বিদায় উপলক্ষে ও খতমে কুরআন দোয়া ও অভিভাবক সম্মেলন কে সুন্দর মনোরম পরিবেশে একটি সুশিঙ্খলার মধ্যে দিয়ে সমাপ্তি করায় সকল শিক্ষক মেহমান বৃন্দ কে ও আমাকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ৩নং ওযার্ডের সমাজকর্মী শাহ আলম, সহ আর ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।