কল্যাণের কথা বলো শুনি সদা
মানবের কল্যাণ যদি সত্যিই করতে চাও,
মনের কোণে অর্থ লোভটা
আগে ত্যাগ করে নাও।
মানবের জন্য যা কিছু কল্যাণ
ভুবনে রেখেছেন প্রভু রহমান।
সবটুকু নেয়ামত গ্রহণ করো তোমরা
টাকা ছাড়া চলা যাবেনা এ কথা সত্য ।
তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান গড়ার জন্য
কতটুকু প্রয়োজন সেটা কি ভেবেছো?
টাকার ভুবন মানবের সুন্দর হৃদয়
সুন্দর জীবন এক নয় কখনো।
ক্ষুদ্র জ্ঞানে অল্প ধ্যানে,মগ্ন হয়ে বুঝতে পেরেছি
মানুষের সুস্থ জীবন নিয়ে ভাবে যারা ,
তারাই জ্ঞানী, তারাই সেরা।
জীবের কষ্টে যাদের হৃদয় ব্যতীত হয়
তারাই প্রকৃত মুমিন ।
মানবের কল্যাণে যাকিছু
আবিষ্কার করা হয়েছে সেটাই সৎকাজ,
সত্য কথা বলো যদিও হয় সেটা তিক্ত।
এটাই মহৎ গুণ
জ্ঞানী ব্যক্তিকে সম্মান করে
হও আল্লাহর ভক্ত।