কলমে: এম এ লতিফ
তোমাদের পৃথিবীটা মেঘে ঢাকা আঁধার ভুবন
আছে জলসা ঘর,করো বিনোদন,
এমন জীবন কভু সুখ দিতে পারে না
শুধুই মায়া জালে বন্দী ভালোবাসার প্রহসন,
আমার পৃথিবীটা মায়া মমতায় জড়ানো
মায়ের মুখের হাসি আঁচল বিছানো
মুক্তো ঝরানো পূর্ণীমার ঐ চাঁদের মতন,
কভু তোমরা পাবে না কোনোদিন
এমন সুন্দর সুখের জীবন!
তোমাদের পৃথিবীটা পাপে ঘেরা
নন্দীনি নরকের সিংহাসন,
যেথায় রাতভর মদ্য পানে সবাই ব্যস্ত
আনন্দ উল্লাসে মেতে যাও করো বিনোদন,
পৃথিবীটা আলোময় সুন্দর ভুবন
খুঁজোনি আলোর পথ
খুঁজে নিলে পাপে ঘেরা আঁধার জীবন,
যে আঁধারে হারিয়ে যাবে চিরতরে
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে সারাক্ষণ!
তোমাদের পৃথিবীটা মেঘে ঢাকা আঁধার জীবন
যেথায় নাইরে সুখ, বিধাতার আছে বারণ,
আমার পৃথিবীটা মায়ের ভালোবাসায় আলো ছড়ানো,
যেথায় সুখ আছে, নাই কষ্ট,
সৃষ্টি সুখের উল্লাসে মেতে থাকি সারাবেলা সারাক্ষণ,
এটাই আমার স্বর্গ সুখের পৃথিবী
মায়ের আঁচল বিছানো সোনার সিংহাসন!