কলমে: শেখ মুহাম্মদ সোহেল রানা
কষ্ট নাম তার অচিন দেশে
করছি আমি বাস,
ঘন্টা মিনিট প্রতি সেকেন্ড
বন্ধ হয় যে শ্বাস।
দিলে দেখা জ্যোছনা হয়ে
মন আকাশের চাঁদ,
মন ভাঙানোর খেলা খেলে
মিটালে তোর সাধ।
উদাস মনে ভাবতাম আমি
দেখতাম তোর মুখ,
তোর হাসিতে হাসতাম বন্ধু
খুঁজে পেতাম সুখ।
এ কোন সুখের নেশায় তুই
করলে আমায় পর,
নতুন আপন নতুন জীবন
করিস সুখের ঘর।
বন্ধু তোর সুখে আমার সুখ
বুকে পেতাম বল,
তোর দুঃখে হতাম ভাগিদার
চোখে আসত জল।
নিস্পাপ জীবন কষ্ট আপন
অবুঝ প্রেমের ফুল,
মিথ্যা মায়ায় পড়লাম ধরা
এটাই আমার ভুল।