কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
=================
ভাল করে হয়নি সকাল
কাকডাকা সেই ভোরে,
পৌঁছিয়ে যায় কাজের মেয়ে
আমার বাড়ির দোরে।
আমার তখন নরম গদি
স্বপ্ন দেখার পালা,
কর্তাই রোজ সকালবেলা
খোলেন সদর তালা।
কাপড় কেঁচে বাসন মেজে
ঘর দোর ঝাঁট দিয়ে,
ডাকতে আসে আমায় মেয়ে
চায়ের গেলাস নিয়ে।
প্রাতঃকৃত্য সারার পরে
সতেজ দেহমন,
মেয়ে তখন ব্রেকফাস্টের
করছে আয়োজন।
টিফিন খাওয়া হলেই সারা
অফিস যাবার তাড়া,
ছেলেমেয়ে স্কুলে যাবে
তাদের রেডি করা।
তারপর তো রান্নাবান্না
নানান টুকিটাকি,
দোকান বাজার ধোয়া মোছা
অনেক কাজই বাকি।
অফিস সেরে ফিরি যখন
ঘড়ির কাটা সাতে,
এবার মেয়ের ফেরার সময়
সাঁঝ পেরিয়ে রাতে।
এমনি করেই কাটছে এখন
রোজ আমাদের দিন,
একদিন না এলেই মেয়ে
জীবনটা সঙ্গীন।
যদিও এরাই এখন মোদের
ঘরের সুখের চাবি,
আমরা কিন্তু মিটাই না তার
ন্যায্য হকের দাবি।
সংসারে আজ এই মেয়েদের
গুরুত্ব যাই হোক,
সবার কাছে তারা শুধুই
বাড়ির কাজের লোক।
পেটের দায়ে যে মেয়েটা
গতর খাটতে আসে,
আমরা না হয় একটু দাঁড়াই
আজকে ওদের পাশে।
একটু স্নেহ একটু আদর
একটু ভালবাসা,
একটু খানি সহানুভূতি
এটাই তো প্রত্যাশা।