কলমে: এম এ লতিফ
ওরে তাজা তরুণ নওজোয়ান
তোদের শক্তিতে দৃঢ় প্রত্যয়ে,
পৃথিবীটাকে সাজিয়ে দে তোরা
একটি সুন্দর ফুল বাগান,
যেথায় নিপিড়ীত অবহেলিত জনগোষ্ঠী
গাইবে একই সূরে,
কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের গান,
তোরা গড়বি সুন্দর সমাজ ও জাতি
অকাতরে তোদেরকে আমি করি আহবান,
বিজাতীয় বেঈমান আছে যতো শয়তান
ভেঙে চুরে সব করে দে খান খান!
ওরে তাজা তরুণ নওজোয়ান
তোদের শক্তি সাহসে হ রে তোরা বলিয়ান,
আসুক যতো ঝড় তুফান
মানবি না কোনো বাঁধা, সব বাঁধা পিছনে ফেলে
সামনের দিকে হওরে আগুয়ান,
সমাজের সমাজপতি, কেউ নয় নীতিবান
আছে যতো ফন্দী ফিকির
ভেঙে চুরে সব করে দে খান খান!
ওরে তাজা তরুণ নওজোয়ান
দিসনে তোরা আজ পিছুটান,
বদলে দেরে তোরা ঘুনে ধরা সমাজ,
সুন্দর পৃথিবী গড়ার তরে যারা তোরা এগিয়ে
জরাজীর্ণ পৃথিবীটাকে
ভেঙে চুরে করে দে খান খান,
দৃঢ় প্রত্যয়ে যারে তোরা এগিয়ে,
আমি তোদেরকে করি আহবান!