কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।
কেমন করে তাকে ভুলি,
ভুলিতে পারি না তাকে;
ভুলার মত নয়তো সে।
ছোট্ট বেলায় বেসেছিলাম ভাল,
সে যে থাকবে আমার হয়ে;
যাবে না ছিড়ে আমাকে।
পাখনা গজিল,
উড়াল দিল;
গেল আমাকে ছাড়ি।
সাধের ময়না আমার,
গেল চলে;
ভালবাসার বাঁধন কাটি।
সে কি আসবে ফিরে?
ভাবি দিবানিশি;
সাধের ময়না আমার গেল চলি।
জীবনের শেষ বেলায় এসেছি,
যেতে হবে চলি;
সে কথাটি ভাবছি নিরবধি।
পথে হল দেখা,
কাঁদছে নীরবে বসি;
আমি যে সইতে নাহি পারি।
জাগল অন্তরে,
অতীতের ভালবাসা;
আমিও কাঁদলাম শেষে।