বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

কবিতা: কাঁদলাম শেষে।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯ Time View

কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।

কেমন করে তাকে ভুলি,
ভুলিতে পারি না তাকে;
ভুলার মত নয়তো সে।

ছোট্ট বেলায় বেসেছিলাম ভাল,
সে যে থাকবে আমার হয়ে;
যাবে না ছিড়ে আমাকে।

পাখনা গজিল,
উড়াল দিল;
গেল আমাকে ছাড়ি।

সাধের ময়না আমার,
গেল চলে;
ভালবাসার বাঁধন কাটি।

সে কি আসবে ফিরে?
ভাবি দিবানিশি;
সাধের ময়না আমার গেল চলি।

জীবনের শেষ বেলায় এসেছি,
যেতে হবে চলি;
সে কথাটি ভাবছি নিরবধি।

পথে হল দেখা,
কাঁদছে নীরবে বসি;
আমি যে সইতে নাহি পারি।

জাগল অন্তরে,
অতীতের ভালবাসা;
আমিও কাঁদলাম শেষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102