কলমে: এম এ লতিফ
চাঁদ হাসে ঐ আকাশ নীলে
শিশু হাসে মায়ের কোলে,
আমি হাসি চোখের জলে,
সব হাসিতে নাইরে সুখ
বুক ভরে মোর দুঃখের হাসি
কেউ দেখে না আমার হাসি,
লুকিয়ে আছে দুঃখের নদী
অশ্রু ভরা চোখের জলে!
বানভাসি মোর চোখের জল
দুঃখের নদী জীবনটাকে করে অচল!
আকাশ নীলে মেঘের জল
বৃষ্টি হয়ে যায় ঝরে,
জীবন নদীর চোখের জল
যায় না ঝরে থাকে সচল,
কি করে আমি হাসবো বলো
চাঁদ আকাশের ঐ নীলে,
অবুঝ শিশু না বুঝে হাসে
মায়ের কোলে,
আমার হাসি যায়রে ভেসে
অশ্রু ভরা দুঃখের জলে!