কলমেঃ আদিবা ইসলাম
==============
খুব বেশি মন খারাপ আজ।একাকিত্ব ঘিরে ধরেছে চারপাশ। কেউ কি আমার বন্ধু হবে?
প্রকৃতির কাছে প্রশ্ন রাখি উত্তর স্তব্ধ,
দিনের শেষে ক্লান্ত বড়ই বললো না তাই কিছু।
সাগর আপন গতি হারিয়ে বেপরোয়া ছুটছে
অজানা পথে।
ফুলের বাড়ির কাছে চিৎকার দিয়ে ডেকেছি
ফুলের ওপর পাখিরা আরামে ঘুমিয়ে।
তারাও আমার বন্ধু হয় নি।
অন্ধকার আচ্ছন্ন রাত্রি। জোৎস্না ভরা রাত।
তারারা করছে আপন মাঝে মিতালি।
তারাদের কাছে গিয়ে দাঁড়ালাম, আমার দিকে ফিরেও চাইলো না।
চাঁদের স্নিগ্ধ আলো গায়ে মাখছে জোনাকিরা।
তাদের সাথেও খেলা নেয় না।
ঝিঁঝি পোকাও ডাকছে আপন তালে।
আমি তো নির্বাক, বুঝেনি ঝিঁঝিঁ আমার মনের ভাষা
এক দৃষ্টিতে তাকিয়ে আছি দূর আকাশের চাঁদ দেখছি
মনে ভীড় করছে হাজার প্রশ্ন।
ওই নীল আকাশের বুকে চাঁদকে কে বেঁধে রেখেছে?
অন্ধকার রাতে চাঁদের সঙ্গী কে হয়েছে?
সবার কি বন্ধু আছে? সুখের দিনে হাসে আর
দুঃখের দিনে কাঁদে।
প্রকৃতির একটা বস্তুও কি আমার মতো একা নয়?
কেউ কি আমার পাশে বসে একটু গল্প করবে?
কেউ আমার বন্ধু হবে?
তোমায় নিয়ে বসবো দুজন ছাদের একটা কোণে
অন্ধকারে গা দুলিয়ে মাতবো আপন মনে।
কেউ কি আমার বন্ধু হবে ওই চাঁদেরই মতন
গোপন করে হৃদয়ে ভরে করবো অতি যতন।
বন্ধু হবে?