রাস্তার মোড়ে
=========
রাস্তার মোড়ে,
কুয়াশার চাদড়ে,
রোদ উঁকি মারে।
খোলা জানালা,
শীতকে আহ্বান করে,
প্রকৃতির অবস্থার হাল ধরা পড়ে।
নতুন পথিক পথ খোঁজে,
উদারতার বায়ু যায় বয়ে।
পান্থপথ পথিকের অপেক্ষায়,
কে খোঁজ রাখে কে কোনদিকে যায়।
একটু দাঁড়িয়ে যাও
=============
একটু দাঁড়িয়ে যাও,
শেষের কথাগুলো শেষ করতে দাও আমায়।
মধু মঞ্জুশ্রী দিনগুলো বাড়ে বাড়ে মনে করায়,
পলাশের ফাগুনে রাঙানো দিনগুলো।
আজ কোথায় –
সেই আগুন মাখা ফাগুন
চৈত্রের মধ্যে বসন্ত,
শীতে মন মাধুরীর উষ্ণতা!
একটু মনে করো প্রিয়,
যদি ঐটুকু মনের অনুভূতি
ফিরিয়ে দিতে পারে আমাদের এক করে।
তবে আরেকটু দাঁড়াও,
যদি নতুন রুপে,
আমরা একে অপরকে,
বাঁধতে পারি,
গাঁথতে পারি,
ভালোবাসার ডোরে।
শেষ লগ্ন না হয় না ই হোলো,
হোলো জীবন পরিপূর্ণ করার সূচনা লগ্ন।
কোন সে আলোর
============
মহানগরীর নগর পথে,
কত লোক যাচ্ছে ও হাঁটছে,
যার যতটুকু কাজ,
সম্পন্ন করার উদ্দেশ্যে।
সবাটাইতো আলোর নিশানা পাবার।
একটু আলোর পথে,
খেয়ালী হিসেবই মনে।
একগুচ্ছ স্বপ্ন হাত কড়া পড়িয়ে,
স্বপ্নকে আলিঙ্গনের প্রস্তাব রাখে।
উষষী লগ্নে বেলা বয়ে চলে,
মানুষ দৌঁড়ায় আলোর মাঝে আলোকে পাবে বলে।
——————————-
কবি প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার, ভারত।