লোভ স্বার্থে ডুবছে
মানুষ কি হইছে, লোভ স্বার্থে ডুবছে
কখন কি করছে, কিছুই না ভাবছে।।
বাবা ঠগিঠাগি আনছে, অন্যে কেন অংশ বসাইছে
কি কথা বলছে, বাবাকে চুর বানাইছে।।
অন্যের জমি কাড়ছে, কাবিনে দিয়ে রাখছে
কাবিন আবার বিক্রি করছে, তারপর ও মালিকানা দাবী করছে।।
ভাই হয়ে ভাইয়ের অংশ নিচেছ, গোপন রেখে ভোগ করছে
দীর্ঘদিন কি খাইছে, সে ভাবনা কি করছে।।
নিজের ভাবনা ভাবছে, সদা লক্ষ্য রাখছে
অন্যের হরণ ধান্ধায় আছে, তবু লক্ষ্য না পুরছে।।
মনের সেতু
মনের সেতু বন্ধন প্রাণ
কর যদি দিয়ে দান
দু:খের নিশি হবে অবসান।।
পাখি যথা উড়ে যাক
ফিরে আসা স্বভাবজাত কাক
মলিনতায় হয় যে বিরান।।
কেমনে করি গ্রহণ,সবই যে সঙ্গোপন
সুপ্ত হাহাকার বুঝতে পারি না ত্যাগের ধরণ
অহোরাত্র দ্রুতগামী ডানা মেলে দ্রুতযান।।
জাত যাবে ভালবাসলে যায় না তা যাক
সর্বনাশ হোক দীর্ঘশ্বাস প্রাণ সত্তা ফিরে পাক
মৃত্যুস্বাদ চায় চুপিসারে আর্তনাদের ভাষা ঘ্রাণ।
চাওয়া পাওয়ায়
কি শুকরিয়া করব আদায়
যা দিলেন মহান রব আমায়
সাধ্যহীন নি:স্ব রিক্ত শুন্যতায়।।
পেলাম খেলাম গঠন করলাম জীবন
কোথা হতে কার ইশারায় হল গঠন
ভাবলে গভীর চিন্তনে দেখি পেয়েছি দয়ায়।।
অগণিত রহমত অসংখ্য নেয়ামত করলেন দান
ছিলাম কি হলাম কি সবই তাঁর অনুদান
আমিত্বের অহংকারে এতো পেয়ে ভুলছি দুনিয়ায়।।
হিসাবের বেলা হবে শুধু জ্বালা পড়ে মোহে
জবাব নাই বাক্য হারাই পড়বে ফুসকা দেহে
রেহাই কেমনে ঘোর নিদানে না থাকলে ছায়ায়।।
শুধু ভাবনা যত শত যাতনা করে নিও ক্ষমা
সন্তুষ্টি দেবার নাই ক্ষমতা আমার দিও দাড়ি কমা
এ আশাতে এক দৃষ্টিতে হিসাব মিলে চাওয়া পাওয়ায়।।
যখন দাঁত ভাঙ্গে
পানির গতি নীচু দিকে
নদী চলে একেবেঁকে
ভাঙ্গা গড়ায় নদীর চর জাগে।।
ধাপে ধাপে চলে সবার জীবন
শেষ ধাপেতে হয়রে মরণ
শক্তি সামর্থ থাকে কুসুমবাগে।।
যৌবন কালে সঙ্গি সাথীর ঘটে আগমন
বাসা বাঁধে পশুপাখি পেয়ে সবুজ বন
পাতা ঝরলে মরুময় পালায় আগে ভাগে।।
আদর যত্নের হয় না অভাব
সময়ে পাবে না হারালে স্বভাব
অভাবে স্বভাব নষ্ট বলে গেছে আগে।।
আপন ভাবলাম এ জগতে কত জনে
সময়েতো অভাবী দৃশ্যত একেলা নির্জনে
সাথিহারা পথিক ভিতর বাহির লাগে।।
আপন নয় কেহ ভাইরে সকলই অকারন
মায়ার বাঁধনে জড়িয়ে রাখি যদিও বারণ
বুঝতে পারি হোচট খেয়ে যখন দাঁত ভাঙ্গে।।
অবিশ্বাস
দম ছাড়িলে নেবার নাই আশ্বাস
পরলোভী অহংকারি কেমনে রাখ বিশ্বাস।।
আকাশ বাতাস স্তব্ধ দয়াল দেখে নির্যাতন
অনাত্মীয়ে মারে নাতো মারে আত্মীয়-স্বজন
অবিশ্বাস্য অনেক কিছু শুধু দীর্ঘশ্বাস।।
মানুষ কেমনে ভাবি কবরে জালিয়াতি
তার চেয়ে উত্তম ছিল প্রকাশ্যে ডাকাতি
সহজে মানতে পারে না কেহ ভাবে অবিশ্বাস।।
ডাকি কাতরে রহমান রহিম সাড়া দাও
মহামারি করোনাসহ অত্যাচার নির্যাতন উটাও
অসীম ক্ষমতা তোমার রয়েছে বিশ্বাস।।