কলমেঃ কামনা ইসলাম
কেমন আছো প্রিয়তমা?
অনেকটা সময় ফেলে এসেছি
অনেকটা সময়!
নিঃসন্দেহে বলতে পারি,
তুমি ভুলে গেছো আমাকে
সত্যি কি বলো?
প্রিয়তমা,
মনে পড়ে সেই ফাগুনের প্রথম দিন,
তুমি বাসন্তী রঙের শাড়ি পরে দাঁড়িয়ে ছিলে আমার অপেক্ষায়।
শুকনো আধা-শুকনো পাতা গুলো
তোমার গায়ের উপর টপটপ পড়তে ছিলো।
অপেক্ষার অবসান হলো,
আমি এলাম একগুচ্ছ গাঁদা ফুল হাতে।
ফুল গুলো তোমার খোঁপায় জড়িয়ে দিলাম।
তোমার অপেক্ষা শেষ হলো, আমাকে কাছে পেয়ে মৃদুস্বরে হেসে ওঠা তোমার সেই আনন্দ টুকু কেনো যেন আজ আমার কাছে এতোটাই বিরক্ত বোধ হয়।
প্রিয়তমা,
আর নয়, ভালো থেকো, ঝরতে দিওনা, শুকনো পাতার মতো ভালোলাগার সব মুহূর্ত গুলো।
মৃত্যুর পরে আবার দেখা হবে,
হয়তো ফাগুন, নয়তো গ্রীষ্মে।
বর্ষার অঝোর ধারায় ধুয়ে ফেলেছি
সেই বাসন্তী রঙের প্রেমহীন বসন্তের সব ছোঁয়া।
পড়ে আছি বড় একা হয়ে, যেখানে কেউ নেই, নেই কোনো শব্দের আনাগোনা।
ভালো থাকো প্রিয়তমা।