মহ: মহসিন হাবিব
লাল পাহাড় থেকে আর আসবেনা চকলেটের মিষ্টতা
এলিট কবি কিম্বা মিডিওকার
সবাই নিত মিষ্টি বৃষ্টির স্বাদ
বাউল সম্রাটের রূপ সজ্জা
আপাদমস্তক
লুকিয়ে গেলো চোখের পর্দা থেকে
এখন শুধু দুচোখ বেয়ে নর্মদার ধারা বয়ে যায়
অপূরণীয় ক্ষতি বুকে নিয়ে
বয়ে বেড়ায় কাব্য শ্রমিকের দল
আমজনতা রাখেনা খেয়াল
নীরবে সাজিয়ে যায় তাঁর দেখানো পথ।