কোরআন শরীফ মহাগ্ৰন্থ
কোরআন পড়ি মধুর সুরে
গান বাঁজনা সব ভুলে।
কোরআন শরীফ মহাগ্ৰন্থ
যত্ন রাখি তুলে।
কোরআন শিক্ষার জ্ঞানী হতে
মাদ্ররাসায় যাবো।
কোরআন শরীফ পড়তে পারলে
শান্তি সবাই পাবো।
কোরআনের গুনাবলি
ভেবে মোরা চলি।
কোরআন শরীফ মহাগ্ৰন্থ
মুখে সবাই বলি।
কোরআন পড়লে সওয়াব হবে
সূরা দিয়ে নামাজ।
কোরআন নামাজ না তো পড়লেহ
প্রভু হবে নারাজ।
শেষ যুগের এই কোরআন শরীফ
সর্ব লোকের জন্য।
পড়বে সবাই ধনী গরীব
জীবন করতে ধন্য।
কোরআন শরীফ ভুলে থাকলে
ঈমান হবে নষ্ট।
আখিরাতে মরবে পুড়ে
পাবে শুধু কষ্ট।
কোরআন পড়ি শান্ত হয়ে
বলি মহান তারে।
কোরআন পড়ে ভরায় পরাণ
পড়তে চলি সারে।
মোবাইলটা নষ্টের মূল
কলি যুগে মোবাইলটা
যত সব নষ্টের মূল।
মোবাইলে নাটক দেখে
কাজে করে ভুল।
বই শাশুড়ী যুদ্ধ করে
সিরিয়াল তো দেখে।
উল্টা পাল্টা নজর দিয়ে
চলে এঁকে বেঁকে।
জুয়া খেলে নারী পুরুষ
ঘরে বাইরে বসে।
হট ভিডিও দেখে সবাই
মিষ্টি মধুর রসে।
টিকটক করে নরনারী
লাইক পাবার আশে।
নষ্ট টিকটক করে তবে
মনের সুখে হাসে।
বৃদ্ধা নাচে কোমর ঝাঁকায়
কেউ বা গানের তালে।
মোবাইলে ঘেম তো খেলে
রঙিন নেশার পালে।
মোবাইলে কথা বলে
ডোবে প্রেমের মাঝে।
লজ্জা সরম গিয়ে ভুলে
নাইক শুধু সাজে।
মোবাইলটা এই সমাজের
ঈমান নষ্টের জিনিস।
নষ্ট করে সবি দিয়ে
করে আমল ফিনিস।
মৃত্যু সবার পিছু ঘোরে
মত্যু সবার পিছে ঘোরে
জগৎ ছেড়ে যেতে হবে।
অমর হয়ে নাহি রবে।
মৃত্যুর ভাবন ভাবি তবে।
জন্ম হলে মৃত্যু আছে
এটা প্রভুর বাস্তব প্রথা।
জম তো আসবে জানি কাছে
এটাই অতি সত্যা কথা।
মৃত্যুর হাত থেকে কেউ মোরা
রক্ষা নাহি একটুও পাবো।
সবাই একদিন জগৎ ছেড়ে
সময় মত চলে যাবো।
জন্ম মৃত্যু সবার জন্য
মৃত্যু পরম আপন বলি।
মৃত্যুর কষ্ট অল্প করতে
সত্য ধর্মের পক্ষে চলি।
অমর যখন কেউ রবো না
একদিন যেতে হবে ছাড়ি।
মিথ্যা মায়ার আশা ছেড়ে
সুধর্ম জীবন দেবো পাড়ি।
মৃত্যু সবার ডানে বামে
সবার পিছন পিছন ঘোরে।
সদায় থাকি ভালো কামে
রবের ডাকি জোরে জোরে।
মৃত্যু লীলা রবের লীলা
মোরা সবাই বুঝে মানি।
রবের ধ্যানের করি খেলা
ভুলে থাকি বাঁচার বাণী।