হৃদয়ের অর্গল রেখেছি খুলে
হৃদয়ের অর্গল রেখেছি খুলে
যদি ফের এই পথে,
হৃদয় আসন রেখেছি এখন ও শূণ্য
তোমাকে কে যে ফিরিতেই হবে
তোমাকে পাবো বলে
নিরবে সয়েছি দুঃখ ব্যাথা
হারিয়েছি সব
পেয়েছি কাব্যের লালিত্য
কবি তোমাকে দিয়েছে রুপক
কবিতায় বলেছে—
তুমি রসনা লীলাবতী ললনার
নিঃস্বার্থ দোসর
তোমার ভালোবাসার কাছে
তোমাকে যে ফিরিতেই হবে
তা-ই তো অন্তত আহ্বান
নাগর – তুমি ফের এই পথে।।
কাছে ডেকো না
তোমাকে বড় বেশি মনে পড়ে প্রিয়
আমাকে তুমি এভাবে
আর কাছে ডেকো না
এতে বেদনাগুলি সারা পেয়ে
কষ্টের বহুরূপী হয়
হাওয়ায় মেলে, কষ্টের নীল পায়রা —
কখন বা গাঙচিল হয়ে
গভীর সমুদ্রের সফেন ঢেউ
যখন যন্ত্রনায় আছড়ে পড়ে
তখন বড় কষ্ট হয়,
বুকের ভেতর —
ভোরের শিশির যেন রুদ্রসিক্ত
ক্লান্ত দুপুর কাঁটে অবসন্ন বিভোর
সন্ধ্যায় মালতি গন্ধ হয়
বিসর্জিত কষ্ট
কাঙ্খিত চন্দ্রিমা রাত্রী কাঁদে
নিরব ভাষাহীন ।।