আসাদ আলী, কোলকাতা প্রতিনিধি:
গত ২৩ শে নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে বিকেল চারটে পর্যন্ত কলকাতার নলিনী গুহ সভা ঘরে প্রায় পঞ্চাশ ৬০ জন হোমিও চিকিৎসকের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে বর্তমান সময়ে জনস্বাস্থ্য হোমিওপ্যাথি সহ বিকল্প চিকিৎসার মাধ্যমে কিভাবে আরো স্বল্প মূল্যে ও আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া যায় বিশেষ করে ইংরেজি দাওয়াই অর্থাৎ এলোপ্যাথির পার্শ্বপ্রতিক্রিয়া সহ অতি উচ্চ ফি সহ সূচিকিৎসা পাওয়া যেখানে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে কল্পনা মাত্র। শহরকেন্দ্রিক হাসপাতাল থাকলেও তার সুবিধা সমস্ত দেশের গ্রামীণ মানুষের কাছে দূরত্ব ও সময় ইত্যাদি কারণে নাগালের বাইরে। গ্রামীণ চিকিৎসক যাঁরা গ্রামীণ মানুষ গুলির সুখে-দুখে একমাত্র ভরসা দেশের সমস্ত মানুষই যাঁদের চিকিৎসক হিসেবে সম্মান করেন সরকার বাহাদুর বা কতিপয় চিকিৎসক তাঁদের চিকিৎসক বলতে অনীহা বরং অসম্মান করেন। এমতাবস্থাতেও সভাপতি চিকিৎসক এ কে মহিত হোমিওপ্যাথি কলেজগুলির কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃতির অর্থাৎ কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার বিচারে পশ্চিমবঙ্গের চারটি কলেজ ‘এ’ গ্রেড এবং নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ‘বি’ গ্ৰেড হয়েছে, যার বিভাগীয় প্রধান। এবং তিনি অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টর ফোরাম এরও চেয়ারপার্সন। অন্যান্য রাও সরকার পরিচালিত মেদিনীপুর মেডিকেল কলেজ ‘সি’ গ্ৰেড পেয়েছেন। রাজ্যে এই প্রথম মেডিকেল কলেজগুলিতে কোয়ালিটি কন্ট্রোলের পরীক্ষা নেওয়া হয় যা জনস্বাস্থ্যের দিকে বেশ ভালো লক্ষণ বলে প্রতিভাত হচ্ছে। অন্যান্য বিকল্প চিকিৎসার ব্যাপারেও সরকার বাহাদুর যত শীঘ্র নজর দেবেন ততই মঙ্গল।
সহযোগিতায় বিখ্যাত ঔষধ কোম্পানি এস সি দেব এর বর্তমান কর্ণধার চিকিৎসক চঞ্চল দেব এবং ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্ণধার ডাক্তার এন হক যৌথভাবে সাধারণ মানুষের জন্য ফ্রিতে ওষুধপত্র চিকিৎসার জন্য বিভিন্ন জেলাগুলিতে যে ক্যাম্প করছেন সাধারণ মানুষ খুবই উপকৃত ও উপকৃতজ্ঞ। ডাক্তার মোহিত সাহেবের অভিযোগ অনুযায়ী কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বীমা কে বেসরকারি উদ্যোগপতিদের হাতে তুলে দিয়ে হাত মুছে ফেলার কারণে স্বাস্থ্য বীমা পণ্যে পরিণত হয়েছে। যার কারণে মধ্যবিত্ত শ্রেণী সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশিষ্ট উপস্থিতির মধ্যে সি সি আর এইচ এর বিজ্ঞানী ডাক্তার মিলন সেনগুপ্ত, ডাক্তার এন হক, ডাক্তার কে মোহিত, ডাক্তার আশিস রায়, ডাক্তার কৌশিক চ্যাটার্জী, ডাক্তার মনোজ মাইতি প্রমুখো। আরো বিশিষ্টদের মধ্যে বেডস্ এর কর্ণধার আমিরুল হক, মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি প্রমূখ। সঞ্চালনায় ছিলেন ডাক্তার কে মোহিত, বেডসের কর্ণধার আমিনুল হক এবং আবেদিন হক আদি।