কলমেঃ দেবিকা রানী হালদার।
==================
চলার পথে আমি তোমার
তুচ্ছ ধূলো হয়ে,
হেঁটে যাও বধূ নিয়ে
যা-ও না কিছু কয়ে!
সমুদ্র সৈকতে যেদিন
দেখলাম সূর্য ডোবা,
তুমি, সেই গোধূলি আদর করে
খুলে দিলে খোপা!
হয়তো তোমার স্মৃতির পটে
ডুবে গেছে সূর্য,
সেদিন গুলোর আদর সোহাগ
বাজায় বুকে তূর্য!
ঝড়বৃষ্টি আর অঝোর বাদলা রাতে
আসতে তুমি কাক ভেজা এক চোর,
মা’কে তুমি মা ডেকে, সহজে নিলে কিনে
পালাতে তুমি কাক ডাকা সেই ভোর!
আজ তুমি অচেনা এক ভিন নৌকার মাঝি
মনের পাঁচিল ভেঙে পড়লে কেটে,
পিঞ্জর আগল রাখছি সদা খুলে
ভাবি তবু যদি একদিন, তোমার দেখা জোটে!
ঝড়-বৃষ্টির এক আধার গহীন রাতে
উড়াল দিলে নিধুবনের পথে,
খড়কুটোর ঘর জ্বালিয়ে দিয়ে গেলে
জানতে তুমি, হবে না বাসা একসাথে!
যাবার বেলা গেলে না কথাটা বলে
যাচ্ছি আমি, আজীবনের জন্য চলে!