কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
======================
তুমি আগের মতো দন্ত বিকাশে হাসোনা
তেমন করে আমায় ভালোবাসো না!
সেই যে হঠাৎ জড়িয়ে বলতে চুল যেন রেশমি লতা,
গ্রীবা চিবুক ওষ্ঠ সব নিয়ে বলতে কথা!
তুমি বলতে আমি সুস্মিতা মহাশ্বেতা শূর্পনখা প্রিয়ংবদা
কতোবার বলতে কত ছলে, আমি আনসূয়া, ভুলেছো আজ কত ওয়াদা!
আজ-ও উর্বীর পরে বহে প্রভঞ্জন
মৌমাছি প্রসূনে মধু চুষে করে গুঞ্জন!
একদিন নীল জলরাশি তুমি ভালো বাসতে
ভোরের স্নিগ্ধ আলোয় আমার নীলদিঘী
আখিতে সাতার কাটতে!
বলেছিলে ভালোবাসো, সুখ দেবো, পেলাম কষ্ট
সুখ সুখ করে জীবন আমার হয়ে গেলো নষ্ট!
গভীর শোকে মুহ্যমান এ তুষার আচ্ছাদিত মন
চলছি মনে হয় এক বুনো পথ, নির্জন সুন সান!
জানো, মৃত্যু যবনিকা নয় মাত্র পটপরিবর্তন, ‘ভালোবাসার মৃত্যু যবনিকা’, মরে যায় হৃদয়, মন!
সবকিছু পূর্ণ হয় থাকেনা শূণ্য, পদ পদবী সিংহাসন
রাজা আসে রাজা যায়, জায়গা খালি থাকে না কখন!
প্রিয়জনের ‘মায়া’ বিয়োগ হলে ঝরা পাতা হয় জীবন
শেষ যাত্রা পথে রওয়ানা শুরু সেদিন, নির্জন অজানায় ধাবিত প্রাণ!