সখি,তুই বল নারে বল!
জগতে কোনো মূল্য আছে নারীর চোখের জল?
দিস্তা দিস্তা আছে কতো প্রিয়জন
স্বার্থে ঘটলে ব্যঘাত তারাও কাটে কথার ফোড়ন!
তুই তো আপন আছিস আমার
আমার চোখের জল একটু ধরার!
আঁধার হোস বা আলোর বন্যা
তুইই থামাতে পারিস আমার কাঁন্না!
এই নর কীটে কেনো হলো জন্ম
চারিদিকে শুধু খাইখাই চাইচাই
আমি সবার কে আমার জন্য?
রজনীরে! তুই তো বেশ আছিস কষ্ট নেই কোনো
আমি তো জনম দুঃখী সুখ পাইনি কখনও!
একটু নিবি আমায়! তোর কাছে?
মিশিয়ে রাখবি যতো আঁধার আছে!
আমি আমারে হারাতে চাই তোর মাঝে
কেউ যেনো কখনও না পায় খুঁজে!
সত্যি যদি আমায় নিতি
কষ্ট গুলো একটু একটু করে চিড়ে করতাম নিখুঁত অতি!
একটু হালকা হয়ে ভাসতাম তোর জ্যোৎস্নায়
যারা কথায় কথায় কষ্ট দিয়ে হাসে, ভাবেনা অন্যায়,
আমি তাদের থেকে অনেক অনেক দূরে
হারিয়ে যেতে চাই তোর আঁধার কায়ায়!