কলমে:- বিকাশ রায়
কতদিন তোমাকে দেখিনা
নয়ন ভরে অন্তর জুড়ে।
কতদিন তোমাকে দেখিনা
কথার মাঝে উষ্ণতা ঠোঁটে।
কতদিন তোমাকে দেখিনা
নিদারুণ হাসিতে নয়ন মেলে।
কতদিন তোমাকে দেখিনা
কপালে ছোট্ট টিপ পড়তে।
কতদিন তোমাকে দেখিনা
নীল রঙ শাড়ীতে রাঙাতে।
কতদিন তোমাকে দেখিনা
রেশমি চুড়ি রিনিঝিনি বাঁজতে।
কতদিন তোমাকে দেখিনা
দক্ষিণা বাতাসে এলোমেলো চুলে।
কতদিন তোমাকে দেখিনা
অভিমানভরা বাঁকা চাহনিতে।
কতদিন তোমাকে দেখিনা
শূন্যতা বুকে জমিয়েছো জলকণা।
কতদিন তোমাকে দেখিনা
বর্ষার জলে মুছেছো চোঁখ।
কতদিন তোমাকে দেখিনা
নদীর পাড়ে বসে অপেক্ষাতে।
কতদিন তোমাকে দেখিনা
সুনীল আকাশে চেয়ে থাকতে।
কতদিন তোমাকে দেখিনা
মনের রঙে ছবি আঁকতে।
কতদিন তোমাকে দেখিনা
প্রাণচঞ্চল তোমার কলরব।
কতদিন তোমাকে দেখিনা
আমার পথ চেয়ে অপেক্ষাতে।