কলমেঃ দেবিকা রানী হালদার।
আমি একা, একদমই একা
বর্তমান ভবিষ্যৎ এবং ওপারে!
বসে আছি কবিতার খাতা-কলম নিয়ে
অব্যক্ত বিদীর্ণ হাহাকার হৃদয় এপারে!
পৌঢ় বয়সে এসেছি, আজ-ও প্রেমিক মনে হয়
দমকা বৃষ্টির নিশি মাঝে-মাঝে বিদ্যুৎ চমকায়,
নিদ্রাকাতর অবিশ্রান্ত বর্ষাসিক্ত সারাদেশ
গুলির আওয়াজ ভেসে আসে কানে আচমকায়!
তুমি ও কি জেগে আছো এগভীর রাতে
কবে নিভে গেছে দেহের আগুন ভালোবেসে,
অযথা তোমায় মনে হয় নির্দিধায় প্রেমের দহন
চোখ ঢুলুঢুলু নাইটগার্ড হুইশেলে সমন্বিত ফিরে এলো অবশেষে!
তুমি নাই কাছে, তবু বর্ষা আসে, স্মরণ হয় সে প্রদোষ
সারারাত ভরে ঝরেছে অঝোরে কলসি ঢালা জল,
তড়িৎ ঝলকে চকিত চমকে একা কপোত সঙ্গিবিহীন
কেন চলে গেলে, কি দোষ পেলে, সে নিশির আদর সোহাগ কি ছিলো ছল?