কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
বাবা দিল জন্ম আমায়,
মা রাখলো পেটে।
এমন সুযোগ এ জগতে,
কার কপালে জোটে?
ভূমিষ্ট হলাম পৃথিবীতে,
খুশি হয় বাবা মা।
এমন খুশি এ’ভবেতে,
কেউ যে হয় না।
মা আমায় আদর করে,
বুকে আগলে রাখে।
বাবা অনেক খুশি হয়ে,
আমার পাশে থাকে।
তাই তো পাড়া প্রতিবেশী
দারুণ মজা পায়।
চাচা চাচী ফুপু খালারা,
আমায় কোলে নেয়।
কত কিছু প্রশ্ন কথা,
আমায় জিজ্ঞেস করে।
আমি তো কথা বলা,
শিখি নাই তো তখন।
একদম যে ছোট্ট শিশু,
ছিলাম আমি যখন।
কিছু সময় পর পর।
মা স্তন দিত তখন।
গরম নরম কাপড় দিয়ে,
জড়িয়ে ধরত মা।
আমার কোন অসুবিধা,
হোক মা সেটা চায় না।
ঠান্ডা কাশি কখনো মা,
হতে দিতোই না।
অসুখ বিসুখ মায়ের সেবায়,
ধারেই আসতো না।
মা আমায় বিছানায় বসিয়ে
শিখাতো বসনে হওয়া।
বাবা আমায় তালুতে নিয়ে,
শেখাতো পরে না যাওয়া।
হাঁটি হাঁটি পা পা করে
বয়স সাতে এলাম।
বই খাতা হাতে নিয়ে,
পাঠশালাতে গেলাম।
মা বাবা আদর করে,
আমায় শেখায় পড়া।
অ আ ই ১ ২ লিখতে,
শেখায় চক পেন্সিল ধরা।
পাঠশালাতে শিক্ষা গুরু
বহুত খুশি হয়।
দোয়া মাগেন শিক্ষা গুরু,
জগত কর জয়।
বাবা-মায়ের পরম সেবায়,
আমি অনেক বড় হই।
বাবা মায়ে আশিবাদ,
আমার মাথায় তুলে লই।
বৃদ্ধ বয়সে বাবা মা’য়ের,
সুখ দুঃখের খোঁজ খবর রাখি।
অসুখ বিসুখ সেবা যত্নে,
সবসময়ই পাশাপাশি থাকি।
বাবা মায়ের সেবা যত্নে
খুশি হয় যে জন।
খোদাতায়ালার মহানুভবতায়
সেবিষয়ে ঈশ্বর সে’জন।