কলমেঃ সাহেলা সার্মিন
=============
এই পৃথিবীতে আছে অজস্র অসংখ্য প্রাণী
কতোটা সুন্দর কতো বিশ্রি কেমন জানি।
কতো সুঘ্রাণ কতোটায় আছে দুর্গন্ধ
কোনোটায় মোহহীন কোনোটা দেখে হই মুগ্ধ।
কোনোটা জীবনে কাজে লাগে বহুবার
কোনোটায় কাজ নেই অযাচিত ঘুরে বারবার।
কারো সাথে সম্পর্ক থাকে ভালো
কারো থেকে নেওয়া যায় কিছু আলো।
কেউ কেউ খামাখা করে দুর্ব্যবহার
কখনও তুমি যতই হও উদার।
এটা ঘটে বেশী মানুষের ক্ষেত্রে
চারিদিকে মেলে দেখো তব নেত্রে।
সুশোভিত গোলাপ, গাছে কাটা যুক্ত
রজনীগন্ধা গন্ধরাজের গন্ধে হই আরক্ত।
আম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা যতো
দেখে চিনি আছে যতো ফুল-ফল শোভিত।
লতা-পাতার আকার ও গন্ধ শুকে চিনে নিই তারে
আছে যতো পশুপাখি গৃহে ও বিহারে।
জলে কতো মৎস্য আছে আরো প্রাণীকুল
একবার দেখলে কারো চিনতে হয়না ভুল।
কিন্তু মানুষকে যত দেখো প্রাণে ধরে রাখো
ভালোর সার্টিফিকেটে ছবি আঁক।
যতই সকাল সাঁঝে তারে দাও ধূপ
একদিন না একদিন দেখবে তার ভিন্ন রূপ।
মানুষের রূপ দেখে যায়না বোঝা
সে ভালো মন্দ কুটিল জটিল না সোজা!
মা বাবা আর নিজস্ব আপনজন ছাড়া
কাওকে বিশ্বাস করে হয়ে থেকোনা নিরাছাড়া।
স্রষ্টার সৃষ্টি কুলে একমাত্র মানুষই বিচিত্র
নিজের ভিতরে মানবতাবোধ ও মনুষ্যত্ব করো জাগ্রত।।