এস,এম,জাহিদুল ইসলাম
চব্বিশের ১৫ জুলাই
রক্তের ঘ্রাণ পাই,
অধিকার আদায়ে জীবন দিলো
আবু সাঈদ ভাই।
কি দোষ ছিলো আমাদের
করলো বুকে গুলি?
মেধাবী হয়ে চাকরি পাইনা
মুখে কোটা সংস্কারের বুলি।
রাজপথে ঝরবে আর কত রক্ত
নিমিষেই শেষ হচ্ছে তাজা প্রাণ,
হাজারো মায়ের বুক খালি হয়েছে
বাতাসে ভেসে আসে রক্তের ঘ্রাণ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
পুরো জুলাই মাস,
কত শত মানুষ গুম হয়েছে
পাইনা খুঁজে লাশ।
আর কতকাল সইবো মুখ বুঝে
স্বৈরাচারী শাসকের অত্যাচার,
দেশকে নতুন করে স্বাধীন করবো
এই আমাদের অঙ্গীকার।