মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলে শিক্ষার মান্নোনয়ন ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ নভেম্বর’২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠান শুরু হয়।
লোহাগাড়া আইডিয়াল স্কুলের সহ-সভাপতি ও সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর চেয়ারম্যান মোহাম্মদ আবু ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম। গেস্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম।
লোহাগাড়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহেদের সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিল্ডিং কনসালটেন্ট এন্ড ডিজাইন এর চেয়ারম্যান ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, স্কুলের নিবার্হী পরিচালক শহিদুল ইসলাম মুন্না, ডাইরেক্টর আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন ও সহ প্রধান শিক্ষক মোহাম্মদ আরফাত হোসাইন।
বক্তরা শিক্ষার মান উন্নয়ন ও সন্তানের অগ্রগতির জন্য অভিভাবকদের আরো সচেতন ও আন্তরিক হয়ে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান। সন্তানদের নৈতিক শিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অনুরোধ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী।