কলমেঃ বেলায়েত বাদল
ছাত্ররা বলি শোন,
রাজপথে আর এখন তোমাদের দরকার আছে কোনো?
অভাবিত কাজ করে দেখিয়েছ চমকে দিয়েছ পিলে,
সকলে মিলে ছিনিয়েছ দেশ, যারা খাচ্ছিল গিলে।
ছাত্ররা হোক দেশ গাত্র নিশ্চিত তহবিল,
বিষমাখা ঠোঁটে ছিঁড়েকুটে চেটে খাবেনা শকুন, চিল।
এখন জ্ঞানীরা চালাবে স্বদেশ তোমরা চলিবে ক্লাশে,
লেখাপড়া আগে শেষ করা লাগে, বলে সাঈদের লাশে।
পিতা মাতা তব জন্ম দিয়েছে কস্টে করছে বড়,
লেখা পড়াটার খরচ যোগালো নিজেকে যাতে গড়।
বিশ্বকে যদি দেখাতে চাও তুমিও বিশ্বনেতা,
ইতিহাস পড়ে শিক্ষা নিলে হবে যে স্বাধীনচেতা।
জুলুমবাজেরে মলম মাখাতে শক্তে ধর কলম,
সময়ের দাবী হবে মেধাবী মসী হবে রাজ বল্লম।
ছাত্র কর্তৃক শিক্ষক যদি না হয় সমাদৃত,
সে সমাজ কভু হতে পারবেনা উচ্চ সুশিক্ষিত।
হারায়না যেন পড়ার টেবিল, গুরুজনে সম্মান,
হারায়না যেন নিশি জেগে করা গণিতের সমাধান।
কিশোরী ও খোকা হলে বই পোঁকা ধোঁকা খাবেনা কোথাও,
চশমা এঁটে বিজ্ঞান ঘেটে জ্ঞান আহরণ করে যাও।
রাজ্য চালাবে রাজনীতিবীদ, বিশ্বাসীরা ধর্ম,
কৃষক, ডাক্তার, শ্রমিক, মোক্তার, সকলে নিজের কর্ম।
ফের যদি কভু কোন দাম্ভিক রিযিক নষ্ট করে,
জানি চুলে টেনে হিঁচড়ে এনে ফেলিবে গহ্বরে।
তোমাদের মাঝে স্বপ্নের শুরু হয়না যেন তা
শেষ,
সুপ্রজন্মের লাগি আজন্ম কাঁদিছে বাংলাদেশ।