কলমেঃ কমলেশ হালদার
ভাবনা যত তোদের নিয়ে
সকাল থেকে রাত,
শিশুর মাঝে ঘুমিয়ে আছে উন্নত ভবিষ্যতের চাঁদ।
কচি, কাঁচা অবোধ শিশুর পবিত্র হয় তাদের মন,
মেকি আধুনিকতার ছোঁয়া পেয়ে মানসিক অবসাদে ভুগছে সারাক্ষণ।
হারিয়ে গেছে সোনালী শৈশব
অট্টালিকার অন্ধকারে,
কেরে নিয়েছে খেলার মাঠ আজ সব প্রোমোটারের দরবারে।
শিশু শ্রমিক আজও দেখি পথ, ঘাট ও কলকারখানায়,
সমাজ সেবক, শিশুকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হয়না আজব বক্তৃতায়।
শিশুদের প্রতি আজো হচ্ছে অমানবিক, জঘন্যতম অত্যাচার,
অভুক্ত উদর নিয়ে পরিশ্রম করেও তারা পায়নি কেউ ছাড়।
শিশু দরদী, শিশুশ্রম প্রতিরোধ ও অধিকারিকদের যায় না তো আজ দেখা, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কালো চশমা পড়ে তাঁদের বিবেক গিয়েছে খোয়া।
আগুন ঝড়ানো বক্তব্য দিয়ে শিশুর হয়না কল্যাণ,
ছলচাতুরি করে আর কতদিন রাখবেন সন্মান!
দেশে আইন আছে বক্তৃতা আছে নেই কল্যাণ কর সুষ্ঠ ভাবনা,
শিশুদের সোনালী ভবিষ্যত ছিনিয়ে নিয়ে চলছে পাশবিক নির্যাতনের কামনা।
শিশুর শৈশব যন্ত্রণায় ভরা
আধুনিক যুগে ও বর্তমান,
বিবেক বুদ্ধি হারানো বিজ্ঞপ্তি ফেরায় নি শিশুর সন্মান।